খেলাটা ছিলো ঘরের মাঠেই এর পরেও পেরুর বিপক্ষে জ্বলে উঠতে পারেনি আর্জেন্টিনা, গোল পায়নি মেসি। তবে হতাশ হতে হয়নি আর্জেন্টিনাকে। প্রথমার্ধের শেষ দিকেই পেরুর সাথে ১-০ গোলের ব্যবধান গড়ে দেয় লাউতারো মার্টিনেজ। আর মার্টিনেজের এই এক গোলেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে হারিয়েছে আর্জেন্টিনা। জয়ের মাধ্যমে বিশ্বকাপের পথে আরো এগিয়ে গেল আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত হয় ম্যাচটি। মাত্র ১-০ গোলেই পেরুকে হারিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচটিতে বল দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ৬৮ ভাগ সময় বল দখলে রাখে মেসিরা। পুরো খেলায় সাতটি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে মাত্র দুটি ছিল অনটার্গেট শট। বিপরীতে পেরুর পাঁচ শটের তিনটি ছিল অনটার্গেট।
শুরুতেই আর্জেন্টিনা ৪-৩-৩ ছকে মাঠে নামে পেরুর বিপক্ষে। এই ম্যাচে অ্যাওয়ে জার্সি পরেই মাঠে নামে মেসিরা। শুরু থেকেই আক্রমণের মাধ্যমে খেলা শুরু করে স্বাগতিকরা। কিন্তু গোলের দেখা পেতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। খেলার প্রথমার্ধের শেষ দিকে ডান দিকে গড়া আক্রমণে গোল পায় আর্জেন্টিনা। সতীর্থ নাউয়েল মোলিনার ক্রসে জোরালো হেডে গোল খুঁজে নেন লাউতারো মার্টিনেজ।
বিরতির পর গোলের সুযোগ পেয়েছিল পেরু। ৬৫ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডারকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়া জেফারসন ফারফানকে গোলরক্ষক মার্টিনেজ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ওই পেনাল্টির সুবিধা কাজে লাগাতে পারেনি পেরু। পেরুর কাঁপান ইয়োশিমার নেওয়া স্পট কিক ক্রসবারে লেগে বেরিয়ে যায়। ওই হতাশাই শেষ পর্যন্ত সঙ্গী হয় পেরুর।
এখন পর্যন্ত ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয় করেছে আর্জেন্টিনা। ২৫ পয়েন্ট অর্জন করে তালিকার ২ নম্বরে আছে রয়েছে তারা। অন্যদিকে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দি ব্রাজিল ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইকুয়েডর। ১৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া রয়েছে ৪ নম্বরে। এদিকে এই ম্যাচে হেরে তালিকার ৯ নম্বরে থেকে বিশ্বকাপ খেলার স্বপ্ন ক্ষীণ হয়ে আসছে পেরুর।