সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শেখ হাসিনার সরকারকে বারবার ভোট দিয়ে জয়যুক্ত করে। এবারও জনগণ শেখ হাসিনাকে ভোট দিবে ও দেশের উন্নয়ন অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২৩ মার্চ) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সায়েম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহারসহ কয়েকশ নেতাকর্মী।
এর পরে তিনি সোনাইমুড়ি উপজেলার প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ও সকলের মাঝে ৩ হাজার প্যাকেট ইফতার সামগ্রী তুলে দেন। এরপূর্বে বুধবার তিনি চাটখিল উপজেলায় প্রায় ৬ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।