কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া এলাকার মক্কা সরিষা ওয়েল মিলের মালিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নাথেরপেটুয়া দক্ষিণ বাজারের রাস্তার পূর্ব পাশের মক্কা শরিষা ওয়েল মিলের ভেতরে এ ঘটনা ঘটে।
এসময় হামলাকারীরা প্রতিষ্ঠানটির ক্যাশ বাক্স থেকে এক লাখ ৮০ হাজার টাকা লুট করে এবং সিসি ক্যামেরা ও মনিটর ভাংচুর করে। সন্ত্রাসী হামলায় ওয়েল মিলের মালিক মো: মমিন উল্যাহ গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অসুস্থ মমিন উল্যাহ বলেন, আমরা চারজন মিলে মাথাপিছু ১০ লাখ টাকা বিনিয়োগ করে তেল মিলের ব্যবসা শুরুর করি। হামলাকারী সায়েদ মজুমদার আমাদের সাথে শেয়ারে ব্যবসা করতে চায়। শেয়ারের অংশীদার প্রাপ্তির শর্ত ছিলো ১০ লাখ টাকা বিনিয়োগ করা। ব্যবসার অন্য চারজন অংশীদার ১০ লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ করলেও সায়েদ মজুমদার নির্ধারিত মূলধন দিতে ব্যর্থ হয়। সায়েদ মজুমদার মাত্র ১ লাখ টাকা আমাদের কাছে জমা দেয়। আমরা তাবে অনেকবার অংশীদার প্রাপ্তির শর্ত হিসেবে বাকি টাকা দেওয়ার অনুরোধ করি। পরে সে অপারগতা প্রকাশ করলে আমরা তার মূলধন ফেরত নিতে বলি। কিন্তু সে মূলধন ফেরত না নিয়েই মাত্র একলাখ টাকা দিয়ে চল্লিশ লাখ টাকার শেয়ার দাবি করে। পরে শুক্রবার সন্ধ্যায় সায়েদ মজুমদরের নেতৃত্বে সাইফুল ইসলাম, সালেহ আহম্মেদ, মোহাম্মদ আলী সহ আরও প্রায় পাঁচ-ছয় জন আমার মিলের মধ্যে ঢুকে হামলা চালায়। এসময় আমার মাথায় ইটদিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলে হামলাকারীরা। পরে আমি আহত হয়ে গেলে এক লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয় এবং সিসি ক্যামেরা ও মনিটর ভাংচুর করে।
এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় চার হামলাকারীর নাম উল্লেখ করে মমিন উল্যাহর ছোট ভাই মোর্শেদ আলম লিখিত অভিযোগ করেছেন।