খুলনা প্রতিনিধি :
নৈহাটী ইউনিয়ন বিএনপি নেতা কর্তৃক রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলা টিভি ও দৈনিক আজকের সংবাদ পত্রিকার খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিমকে অশ্লিল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ৫ মার্চ রাতে পূর্ব রূপসা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এব্যাপারে ওই রাতেই সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ অভিযোগ করেছেন সাংবাদিক ডালিম।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৫ মার্চ পেশাগত দায়িত্ব পালন শেষে খুলনা থেকে রূপসা ঘাট পার হয়ে বাড়ি ফিরছিলেন সাংবাদিক ডালিম। তিনি পূর্ব রূপসা ঘাট এলাকায় হকার তাছিরের পেপার হাউজের বিপরীতে আসলে তার মোবাইলে একটা অফিসিয়াল কল আসে। তখন তিনি রাস্তার একপাশে দাঁড়িয়ে ফোনটি রিসিভ করে কথা বলতে লাগলে পেছন থেকে মোটরসাইকেলে আসা বাগমারা গ্রামের বাসিন্দা ও নৈহাটী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
এসময় সাংবাদিক ডালিম প্রতিবাদ করলে তাকে মারতে উদ্যত হয়। ওই স্থানে থাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব বিষয়টি নিষ্পতির চেষ্টা করার লক্ষ্যে এগিয়ে আসলে তাকেও মারতে উদ্যত হন। পরিস্থিতি খারাপ দেখে ডালিম পেশাগত পরিচয় দিলে সে আরো মারমুখী আচরণ করতে থাকে।
একপর্যায়ে তাকে দেখে নেওয়ার হুমকি-ধামকি প্রদর্শন করা হয়। তার গালিগালাজ ও চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারেক গালিগালাজ করতে করতে চলে যায়।
তারেকের মারমুখি আচরণ ও হুমকিতে ভূক্তভোগি ডালিম ভীতসন্ত্রস্থ হয়ে পড়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন তিনি।