চাটখিল প্রতিনিধি (নোয়াখালী) :
নোয়াখালীর চাটখিলের কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।
কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদরাসা অধ্যক্ষ মোহাম্মদ ছাইফ উল্যাহর শুভেচ্ছান্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানূল হক ভূঁইয়া। সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আহসান উল্যা চৌধুরী, ৮ নং নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ মানিক, কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদরাসার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বেলাল, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, আওয়ামী লীগের চাটখিল উপজেলা সহ-সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল প্রমুখ।

সকালে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। শিক্ষার্থীদের চলমান বিশ্বের সাথে তাল মেলাতে তথ্য প্রযুক্তির ওপর জ্ঞান অর্জনের জন্য বিশেষ গুরুত্বের আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানূল হক নিজের জীবন থেকে বিভিন্ন ঘটনা তুলে ধরে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার প্রতি উৎসাহ প্রদান করেন। কারো কথা শুনে নয়, বই পড়ে সত্য মিথ্যা যাচাই করে বিশ্বাস করার পরামর্শ দেন। এসময় তিনি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু-৭ই মার্চ ও হাদিসের ওপর প্রশ্ন করেন। সঠিক উত্তরদাতাদের তার পক্ষ থকে নগদ অর্থ পুরস্কার দেন।
সবশেষে মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
