ঢাকার ওয়ারীতে গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল ১ দিন ব্যাপি আন্তর্জাতিক সিলেভাসের ” হাইড্রাফেসিয়াল স্কিন ট্রিটমেন্ট ওয়ার্কশপ”।
মোহনা মৌ মেকওভার এন্ড বিউটি ক্লিনিক এর উদ্যোগে এবং এ.কে.এস মেকওভার এন্ড কসমিটোলজি স্কুল এর সহোযোগিতায় স্কিন কেয়ার বিষয়ক ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে দেশের বিভিন্ন জেলার বিউটিপার্লার এর পরিচালকগন উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে থিওরি, ডেমোন্সট্রেশন ও প্রাক্টিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ার বিখ্যাত বিউটি এক্সপার্ট এ.কে.এস অনিমিথ।

প্রশিক্ষণ শেষে এ.কে.এস অনিমিথ জানান এই প্রশিক্ষণটি যারা নিলেন তারা তাদের পার্লারকে সেবার মানে আরো অনেক উন্নত করতে পারবে। এমন অনুষ্ঠান আয়োজন করা ও গ্ল্যামার অ্যাওয়ার্ড-২০২১ দেবার জন্য মোহনা মৌ ম্যাম কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।