ছয় মাস বয়সী নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছেন বাবা। অবিশ্বাস্য হলেও এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায়। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের ছয় মাস বয়সী ফুটফুটে সন্তানকে বিক্রি করে দিয়েছে বাবা।
এ ঘটনায় সন্তানের মা চান্দগাঁও থানায় মামলা দায়ের করে। পরে বুধবার (১৩ অক্টোবর) বিকেলে চান্দগাঁও থানার দোহাজারী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সেই সাথে শিশু বিক্রির মত অপরাধের কারনে বাবা মো. আব্বাসকে (২২) আটক করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পেশায় রিকশাচালক আব্বাস উদ্দিন স্ত্রী সালমা ও সন্তানকে নিয়ে চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্ত্রীর সঙ্গে মঙ্গলবার (১২ অক্টোবর) ঝগড়া হয় আব্বাসের। এর পর ঝগড়ার জেরে নিজের শিশুকে চন্দনাইশের দোহাজারী এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় আব্বাস।
মঙ্গলবার রাতে চান্দগাঁও থানায় শিশুর মা সালমা এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে আব্বাসকে। পরে আব্বাসের দেওয়া স্বীকারোক্তিতে বুধবার বিকেলে দোহাজারী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
জানা যায় মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে আব্বাস।
ওসি মাঈনুর রহমান আরো জানান, শিশুটিকে উদ্ধারের পরে মা সালমা বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।