ভারি বর্ষণে ভারতের কেরালায় বন্যা-ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ জন মারা গেছেন। কেরালায় ভারি বৃষ্টির কারণে কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
জানা গেছে এর মধ্যে রাজ্যের কোট্টায়াম জেলায় একটি বাড়ি নদীতে তলিয়ে গেছে। কোট্টায়ামে নিখোঁজ রয়েছেন ১২ জন। যা বর্তমান পরিস্থিতি ভয়াবহতাকেই তুলে ধরছে।
এ তথ্য জানায়।
ভবনটি ছিল নদীর পাড়ে। ভিডিওতে দেখা যায় পথচারীদের চোখের সামনে বাড়িটি নদীতে তলিয়ে যায়। বৃষ্টির কারণে প্রথম ভবনটি হালকা হেলে পড়ে। এর পর হটাৎ নদীতে তলিয়ে যায়।
খবরে জানিয়েছে, নদীতে তলিয়ে যাওয়ার সময় বাড়ির ভেতরে কেউ ছিলেন না। এ সময় কিছু মানুষ নিরুপায় হয়ে রাস্তায় নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বাড়িটি তলিয়ে যাওয়ার দৃশ্য দেখছিলেন।
ক্ষতিগ্রস্থ এলাকায় ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাজ করছে। সেই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।