একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দাওয়াতে ঈমানি বাংলাদেশের (ডিআইবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী। সে নির্বাচনে বড় ব্যবধানে হারলেও হাল ছাড়েননি আলোচিত এ বক্তা। দ্বাদশ সংসদ নির্বাচনেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর এলাকায় বৃহস্পতিবার দুপুরে ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত’ আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানান তাহেরী।
খোঁজ নিয়ে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাব প্রতীক নিয়ে লড়েছিলেন তাহেরী। সে নির্বাচনে তিনি ভোট পেয়েছিলেন তিন হাজার পাঁচটি। ওই আসনে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে জয়ী হন বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।
সামনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি তাহেরী।
সংবাদ সম্মেলনে তাহেরীর জনপ্রিয় কিছু উক্তি (‘একটু চা খাব? খাই একটু? আপনারা খাবেন? ঢেলে দেই?’, ‘পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে?’) নিয়ে সমালোচনাকারীদের বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
জবাবে তাহেরী বলেন, ওয়াজ-মাহফিলে তার দেয়া বক্তব্যগুলো খণ্ডিত আকারে উপস্থাপনকারী ইউটিউবারদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে।