নোয়াখালী প্রতিনিধি :
“আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ” এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিল্পের উন্নয়ন ও বীমা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ৪র্থ বারের মত সোনাইমুড়ী উপজেলা
প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে র্যালী শেষে দুপর ১১টায় উপজেলা পরিষদের বীরবিক্রম মোজাফফর হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।

মামুনুর রশীদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: শাহিন মিয়া, আব্দুর রহিম আশিক, পপুলার লাইফ ইনসুরেন্সের জেনারেল ম্যানেজার ও প্রগতি লাইফ ইনসুরেন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শরীফ উল্ল্যাসহ ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগন।