শেখ সাজ্জাদুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ীতে বারটি বসতঘর রহস্যজনক ভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের মোল্লাবাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা বলছেন, এর আগেও অজ্ঞাতরা এই বাড়িতে তিনবার আগুন লাগিয়েছিলো। পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার পালপাড়া গ্রামের মোল্লা বাড়িতে বেশ কয়েকটি পরিবার যৌথ ভাবে বসবাস করে। বুধবার দিবাগত রাতে একটি খালি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও এগারোটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বারটি বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি আগুনে তাদের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় জসিম উদ্দিন সোহেল জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ওমর ফারুকের ঘরে আগুন লাগে আর কয়েক মিনিটের মধ্যে তা পাশের ঘর গুলোতে ছড়িয়ে পড়ে। পাশাপাশি বসবাস করা ১২টি ঘর একেবারে ভস্মীভূত হয়ে যায়। কোন প্রানহানী না ঘটলেও প্রতিটি ঘরের সব মালামাল পুড়ে গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি মোঃ ছালেহ আহম্মদ বলেন, “আগেও তিনবার এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিলো। আমার ধারনা এটি পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। এখন কারেন্টের থেকে আগুন লাগার সম্ভাবনা নাই, কারন এখন কারেন্টের লোড নাই। রাত আড়াইটার সময় খালিঘর থেকে আগুন কিভাবে লাগে এটাই প্রশ্ন আমার। এটার সুষ্ঠু তদন্তের প্রয়োজন রয়েছে। তদন্ত হলে বিষয়টি বেরিয়ে আসবে।”

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দিবাগ রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বারটি বসতঘর ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।