শেখ সাজ্জাদুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালীর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক। সেই সাথে অস্ত্র উদ্ধার ও সার্বিক কার্যাবলী বিবেচনায় সোনাইমুড়ী থানার এস আই(নিঃ) মোহাম্মদ জাফর আলম জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে মনোনীত হয়েছেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ লাইন্স শহীদ মনিরুল হক হলে অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক ও এস আই মোহাম্মদ জাফর আলমকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করেন।

থানা সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক মাদক ও অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং ওয়ারেন্ট তামিলকারী এবং দাফতরিক বিভিন্ন কাজসহ সার্বিক দিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন। এর মধ্যে গত জানুয়ারীতে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অস্ত্র উদ্ধার সহ ডাকাত চক্রের পাঁচ আসামী গ্রেপ্তার ছিল উল্লেখযোগ্য।
সেই সাথে অস্ত্র উদ্ধার ও সার্বিক কার্যাবলী বিবেচনায় সোনাইমুড়ী থানার এস আই(নিঃ) মোহাম্মদ জাফর আলম জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হিসেবে পুরস্কার পেয়েছেন অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিব। তাদের এই সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সভায় নোয়াখালীতে জানুয়ারি মাসের কার্য সম্পাদনার ভিত্তিতে ১১ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।