শেখ সাজ্জাদুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হকের সঞ্চালনায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপি এম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নোয়াখালী জেলার ১০টি থানায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ ও সোনাইমুড়ী থানায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলার সব থানায় কম্বল বিতরণ করা হবে। স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, নাজমুল হাসান রাজিব (বেগমগঞ্জ সার্কেল), নিত্যানন্দ দাস (চাটখিল সার্কেল)।

এসময় সোনাইমুড়ী থানার প্রায় পাঁচ শতাধিক অসচ্ছল নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।