নোয়াখালীর সোনাইমুড়ীতে মামলাবাজ দম্পতির মিথ্যা মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে পালপাড়া এলাকাবাসী। শনিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া মোল্লাবাড়ি সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে মোল্লাবাড়ির সদস্যরা মারজাহান আক্তার ও তার স্বামী ওমর ফারুকের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মিথ্যা মামলা ও বিভিন্ন সরকারি দপ্তর মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে হয়রানির অভিযোগ তোলেন।
বক্তারা বলেন, মোল্লাবাড়ির সদস্যদের দুর্নাম ও ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মারজাহান ও তার স্বামী ওমর ফারুক থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে, সোনাইমুড়ী প্রেসক্লাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। মোল্লাবাড়ির সন্তান মাসুদুর রহমানের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করা হয়। এই দম্পতির জন্য মোল্লাবাড়িতে সবসময় বিচার-শালিস লেগেই থাকে। এরা ষড়যন্ত্র করে মোল্লাবাড়িতে তিনবার অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এরা প্রতিনিয়ত ১ ডিসিম সম্পত্তি নিয়ে বাড়িতে দাঙ্গা-মারামারি লাগিয়ে রাখে। পারিবারিক ভাবে সরকারি সার্ভেয়ার ও এলাকার সালিসদারদের সামনে জমি মেপে তাদের ভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরেও তারা কোন আইন-শালিস মানেনা। প্রতিনিয়ত বাড়ির অন্য সদস্যদের সাথে দ্বন্দ্ব করে।
অভিযুক্ত ওমর ফারুকের বৃদ্ধা মা বলেন, আমার পৈতৃক সূত্রে পাওয়া তিন ডিসিম সম্পত্তি তিন ছেলেকে ভাগ করে দিয়েছি। সবাই তাদের ভাগ নিয়ে সন্তুষ্ট থাকলেও ফারুক তা মানেনা। বিভিন্ন সময় আমার ভাইয়ের সন্তানদের সাথে ঝামেলা করে। আর বাড়িতে তার স্ত্রীকে মারধোরের যে অভিযোগ সোনাইমুড়ী থানায় করা হয়েছে এটা মিথ্যা। এমন কোন মারামারির ঘটনা বাড়িতে ঘটেনি।
উল্লেখ্য বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া মোল্লাবাড়িতে ওমর ফারুকের স্ত্রী মারজাহান আক্তারের ওপরে হামলা ও তার বসতভিটা জবরদখলের বিষয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দেন ফারুক।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত মাসের ১১ তারিখে অগ্নিকাণ্ডের ঘটনায় ফারুক ও তার বড়ভাই মাসুদুর রহমানের বসতঘর পুড়ে যায়। ফারুকের পুড়ে যাওয়া ভিটায় বৃহস্পতিবার সকালে মাটি ফেলে ঘর তোলা শুরু করেন অভিযুক্ত মাসুদ। এসময় ঘর নির্মাণে ফারুক ও মারজাহান বাধাদেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা করেন মাসুদ ও তার স্ত্রী বিলকিছ আক্তার। হামলায় রক্তাক্ত জখম হয় মারজাহান। পরে তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া বসতভিটা জবরদখল, স্ত্রীকে হামলার বিচার ও নিজেদের জানমালে নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার বিকালে সোনাইমুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওমর ফারুক।