সোনাইমুড়ী প্রতিনিধি :
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ফেব্রুয়ারী) সকাল সড়ে ১০টা থেকে দিনব্যাপী সোনাইমুড়ী সরকারী কলেজ চত্বরে এ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু. মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: শুভ সূত্রধর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌর মেয়র নুরুল হক চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন।
প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রজাতির উন্নত জাতের গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, উন্নত জাতের হাঁস মুরগি ও শৌখিন পোষা পাখি প্রদর্শন করা হয়েছে।
বক্তারা ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে খামারিদেরকে উৎসাহিত করেন। প্রাণীজ পণ্যের উপযুক্ত বাজার সৃষ্টি এবং সম্প্রসারণের লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। খামারিদেরকে আরো বেশি করে পশু পাখি পালনে উৎসাহ প্রদান করা হয়।
প্রদর্শনী শেষে উন্নত জাতের গাভী, মহিষ, ষাঁড়, ছাগল, প্রানিসম্পদ প্রযুক্তি, শৌখিন পোষা প্রাণী পালন, উন্নত জাতের হাঁস মুরগি পালন ক্যাটাকরিতে পুরস্কার বিতরণ করা হয়।