সোনাইমুড়ী প্রতিনিধি (নোয়াখালী)
নোয়াখালীর সোনাইমুড়ীর চাষীরহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোনাইমুড়ি উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম ফরহাদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান খলিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা যুবলীগ নেতা নিজামুদ্দিন নান্নু, যুবলীগ নেতা সোহেল, চাষীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ভূঁইয়া, চাষীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহাগ।
আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ রিপন, মোহাম্মদ হোসেন মানিক, শাহাদাত হোসেন রাসেল, আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত বাদশা, দিহান, রাসেল, ইউসুফ যুবলীগ নেতা ফয়সাল মিয়াজী মিলন, আহমাদ উল্লাহ নান্টু সহ চাষীরহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সোনাইমুড়ী উপজেলা যুবলীগকে শক্তিশালী এবং সুসংগঠিত করার জন্য ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে চাষীরহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষ থেকে চাষীরহাট আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে দ্রুত যুবলীগের কমিটি দেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়।