শেখ সাজ্জাদুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর)বিকালে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা পুলিশের সাথে নোয়াখালী জেলা সাংবাদিক ফোরামের প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ট্রাইবেকারে নোয়াখালী জেলা পুলিশ দুই এক গোলে নোয়াখালী জেলা সাংবাদিক ফোরামকে হারিয়ে জয় লাভ করেন। প্রীতি ফুটবল ম্যাচে সেরা গোলকিপার হিসেবে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীপক জ্যোতী খীসা, নোয়াখালী পৌরসভার মেয়র মোঃ শহীদুল্লাহ খান সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নোয়াখালী, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নোয়াখালী সহ সংশ্লিষ্ট সকল অতিথি বৃন্দ।