সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এক প্রবাসীর ফেসবুক, ইমো ও ইমেইল আইডি হ্যাকিং এর ঘটনা ঘটেছে। এসকল আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অশ্লীল বার্তা ছড়ানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হ্যাক হওয়া আইডির মালিক উপজেলার নাটেশ্বর ইউনিয়নের তাজুল ইসলাম সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি তার সৌদি প্রবাসী তিন সহকর্মীর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত তিনজন হলেন, সোনাইমুড়ীর ঘোষকামতা এলাকার আব্দুর রশিদের ছেলে ইসমাইল হোসেন, বেগমগঞ্জের মীর মোহাম্মদপুরের মোঃ হানিফের ছেলে জসিম উদ্দিন ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর সভার বিলডাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ অহিদ খান।
অভিযোগ সূত্রে জানা যায়, তাজুল ইসলাম প্রবাসী। অভিযুক্ত তিনজন তার সাথে সৌদি আরবে একই কক্ষে বসবাস করতেন। ভুক্তভোগী একটি নতুন এন্ড্রয়েট মোবাইল ক্রয় করেন। পরে অভিযুক্ত রুমমেটদের সহায়তায় ফেসবুক, ইমো, জি-মেইল একাউন্ট খোলেন। অভিযুক্তরা তাইজুলের সকল একাউন্টের পাসওয়ার্ড সংরক্ষণে রাখে।
পরবর্তীতে অভিযুক্তদের সাথে লেনদেন সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে তারা ভুক্তভোগীর আইডি হ্যাক করে। গত ১ বছর থেকে হ্যাক করা আইডি থেকে বিভিন্ন মেয়েদের সাথে কথোপকথন, অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ফলে এলাকায় সম্মান ক্ষুন্ন হচ্ছে ভুক্তভোগীর।
ভুক্তভোগী তাজুল ইসলাম ভবিষ্যতে অভিযুক্তদের মাধ্যমে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনের হস্তক্ষেপ কামনা করেছেন।