খুলনার রূপসা উপজেলার রহিমনগর গ্রামের ইয়াসিন আরাফাত অভি ফুটবল প্রশিক্ষণের জন্য এবার ব্রাজিলে যাচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারাদেশের মধ্যে ১১জন ফুটবলারকে বাছাই করেছে। যার মধ্যে রয়েছে রহিম নগরের ইয়াসিন আরাফাত অভি।
অভি রহিমনগর এলাকার ‘রহিমনগর ফুটবল একাডেমির’ প্রাক্তন ছাত্র। ছোটবেলা থেকেই সে ফুটবলের প্রতি আকৃষ্ট হয়। অর্থনৈতিক প্রতিকুলতা ও পারিবারিক বাধা কাটিয়ে সে লেগে থাকে ফুটবলের সাথে। রহিমনগর ফুটবল একাডেমিতে তার ফুটবলের হাতেখড়ি। এর মাধ্যমে তার ফুটবল খেলার অগ্রযাত্রা শুরু হয়। ব্রাজিলে প্রশিক্ষণে যাওয়ার খবর শুনে তার ক্লাবের সতীর্থ ও এলাকাবাসি খুব খুশি। ভবিষ্যতে জাতীয় ফুটবল দলের জার্সি অভির গায়ে দেখতে চায় এলাকাবাসি।
ফুটবল বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের আকাশের বড় একটা অংশ ছেয়ে যায় ব্রাজিলের পতাকায়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময়ের এ দৃশ্য দেখে অবাক হয়েছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলীয় রাষ্টদূত জোয়াও তাবাজারা দি অলিভিয়েরা জুনিয়র। সেই ভালোবাসার প্রতিদান ও বাংলাদেশের জন্য কিছু করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চেষ্টায় দ্বিতীয় বারের মত ব্রাজিলে যাওয়ার সুযোগ পাচ্ছে দেশের ১১ জন কিশোর ফুটবলার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ টুর্ণামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। তাদের নিয়ে শুরু হয় বিকেএসপির মাঠে দুই মাসের ক্যাম্প। সেখান থেকে সেরা ১১ জনকে বাছাই করে ব্রাজিলে পাঠানোর জন্য চুড়ান্ত করা হয়। যে দলে রয়েছে খুলনা জেলার রহিমনগর গ্রামের ইয়াসিন আরাফাত অভি। এ খবর প্রচার হবার পর অভি এখন এলাকায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। সে দেশের সুনাম ফুটবল বিশ্বে ছড়িয়ে দেবে বলে অনেকে মন্তব্য করেছেন।
ফুটবলার নয়নের একসময়ের ফুটবল প্রশিক্ষক সজিব হাওলাদার বলেন, অভি আমার ভাগ্নে, একজন ভালো ছাত্র। ভাগ্নে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে ও ভাল খেলোয়াড় হিসেবে নিজেকে বাংলাদেশ সহ সারা বিশ্বে তার ক্রীড়া নৈপুণ্য ছড়িয়ে দিতে পারে সেই দোয়া করি। রহিমনগর ফুটবল একাডেমী থেকে তার জন্য অনেক শুভকামনা। অভির ফুটবলের হাতেখড়ি রহিমনগর ফুটবল একাডেমিতে, আজ তার সাফল্য রহিম নগর ফুটবল একাডেমীর সাফল্য।
অভি তার ফেসবুক কমেন্টে জানান, ‘আমার আজকের এই অবস্থানের পেছনে অনেক গুন বেশি অবদান আমার কোচ প্রশান্ত দাদার। আমার এই সফলতার পিছনে সজিব মামার ও অনেক অবদান আছে তাকে আমি সম্মান করি।’