যেখানেই বাংলাদেশ সেখানেই ফোরাম এই ভালোবাসা থেকে ‘নতুন প্রতিভার অন্বেষণে’ এই স্লোগানকে সামনে রেখে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঢাকার মাঠে গড়াতে যাচ্ছে তৃণমূল ফুটবলের জাতীয় পর্যায়ের সেরা আয়োজন “বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১” এর ৩য় আয়োজন।
গত ২৫ সেপ্টেম্বর, সকাল ১০টায় ঢাকার মতিঝিলের একটি রেষ্টুরেন্টে আয়োজিত প্রতিনিধি সভায় প্রাথমিক নিবন্ধনকারী সকল দলের উপস্থিতিতে লটারী অনুষ্ঠিত হয়। সেখানে ১২টি দল এবারের একাডেমী কাপে খেলার সুযোগ লাভ করছে। খুলনা বিভাগ থেকে এই একাডেমী কাপে সুযোগ পাওয়া সৌভাগ্যবান দলটি হচ্ছে রহিমনগর ফুটবল একাডেমী, খুলনা। তারা খেলছে ‘ক’ গ্রুপে। উদ্বোধনী ম্যাচটিও শুরু করবেন তারাই।

গত ৯ অক্টোবর দলটির খেলোয়াড়দের মেডিকেল ও বয়স যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে বিএফএসএফ এর কমিটির নির্ধারিত সদস্যরা। বাছাই শেষে চুড়ান্ত হয়েছে সেরা ১১ সহ মোট ২৪ জনের টিম। চলছে খুলনা বিভাগের হয়ে বিজয় ছিনিয়ে আনার জোর প্রস্তুতি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজের দলের খেলোয়ারদের ফিট করতে পরিশ্রম করে যাচ্ছেন রহিমনগর ফুটবল একাডেমীর তরুন কোচ সজিব হাওলাদার। নিজে একজন দক্ষ ফুটবলার হওয়ার কারণে প্রশিক্ষণে কোন কমতি রাখছেন না তিনি। প্রতিদিন নিদ্রিষ্ট সময়ে মাঠে উপস্থিত থেকে নতুন নতুন কৌশল আয়ত্ত করছে অনূর্ধ্ব ১৪’র বাছাইকরা খেলোয়াড়রা।
মাদকের করাল থাবায়, প্রযুক্তির অপব্যবহারে যখন ধ্বংস হয়ে যাচ্ছে তরুণ সমাজ। এমন সময় তরুন প্রজন্মকে খেলার মাঠে ধরে রাখতে, মাদক থেকে উঠতি তরুনদের মুক্ত রাখতে কাজ করছে এই ফুটবল একাডেমি। ফুটবলকে ভালো বেশে, তরুন প্রজন্মের সোনালি ভবিষ্যতের কথা চিন্তা করে ২০১০ সাল থেকে একক প্রচেষ্টায় ফুটবল ক্লাবটি শুরু করেন সজিব হাওলাদার। ধীরে ধীরে একাডেমিটি তরুনদের ভালো লাগার ও ভালোবাসার স্থানে পরিনত হয়েছে। এখন স্থানীয় অনেকেই সাধুবাদ জানাচ্ছে, অনেক অভিভাবকরাও আস্থার সাথে নিজেদের সন্তানদের যুক্ত করছেন এই একাডেমির সাথে। বর্তমানে রহিমনগর ফুটবল একাডেমীতে বিভিন্ন এলাকার প্রায় ৬০ জন খেলোয়াড় রয়েছে। যারা মাদক, জুয়া, ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে মুক্ত থেকে যুক্ত আছেন খেলার সাথে।

একাডেমী কাপের প্রস্তুতি সম্পর্কে জানতে কথা হয় সজিব হাওলাদারের সাথে। তিনি জানান, খুলনা বিভাগ থেকে লটারির মাধ্যমে জাতীয় পর্যায়ের এ আয়োজনে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে রহিমনগর ফুটবল একাডেমী। একাডেমী কাপকে সামনে রেখে জোর উৎসাহ-উদ্দীপনার সাথে অনুশীলন করছে খেলোয়াড়েরা। তবে খেলায় অংশগ্রহণ পরবর্তী খরচ ভাবিয়ে তুলছে তাকে। টিমের ২৩ জন খেলোয়ার ও একাডেমির ৪ জন কোচ কর্মকর্তাসহ মোট ২৭ জনের একটি দল ফাইনাল পর্যন্ত ঢাকায় থাকা-খাওয়া ও যাতায়াতে খরচ হবে প্রায় দু’লক্ষ টাকা। এই টাকার যোগানদিতে এখন পর্যন্ত কোনো পৃষ্ঠপোষক কিংবা সহযোগী পাননি তিনি।
খরচের বিষয়টি কিভাবে সমাধান করবেন জানতে চাইলে সজিব বলেন, ‘আমি ভালো উদ্দেশ্য নিয়ে একাডেমিটি পরিচালনা করে আসছি। আমি আশাবাদি আমাদের টিমের অর্থনৈতিক সমস্যা থাকবেনা। এলাকার মানুষ আমাদের পাশে থাকলে, স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের অবস্থান থেকে আমার সাথে থাকলে অর্থনৈতিক সংকট ওভারকাম করে খুলনা বিভাগের পক্ষ থেকে আমরা বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপে বিজয়ী হয়ে এলাকার সুনাম বয়ে আনবো ইনসাআল্লাহ।’
এক নজরে দেখে নিন কোন কোন একাডেমী সমূহ এবারের বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১ এর আসরে সুযোগ পেল যারা :
১। ফুটবল একাডেমী দিরাই, সুনামগঞ্জ
২। সানরাইজার্স ফুটবল একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া
৩। সুইহ্লামং ফুটবল একাডেমী, রাঙ্গামাটি
৪। মোহামেডান ফুটবল একাডেমী, পিরোজপুর
৫। মোঃ আব্দুল হালিম ফুটবল একাডেমী, ময়মনসিংহ
৬। ছাগলনাইয়া ফুটবল একাডেমী, ফেনী
৭। SFCA ফুটবল কোচিং, গাইবান্ধা
৮। রহিমনগর ফুটবল একাডেমী, খুলনা
৯। ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমী, কুড়িগ্রাম
১০। ফুটবল একাডেমী নাটোর, নাটোর
১১। ইপিলিয়ন ফুটবল একাডেমী, নারায়ণগঞ্জ
১২। ভৈরব ফুটবল একাডেমী, ভৈরব
এবার দেখে নিন দল গুলোর গ্রুপিং
ক – গ্রুপ
১। ফুটবল একাডেমী দিরাই, সুনামগঞ্জ
২। রহিমনগর ফুটবল একাডেমী, খুলনা
৩। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমী, কুড়িগ্রাম
খ – গ্রুপ
১। মোঃ আব্দুল হালিম ফুটবল একাডেমী, ময়মনসিংহ
২। সানরাইজার্স ফুটবল একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া
৩। মোহামেডান ফুটবল একাডেমী, পিরোজপুর
গ – গ্রুপ
১। সুইহ্লামং ফুটবল একাডেমী, রাঙ্গামাটি
২। ছাগলনাইয়া ফুটবল একাডেমী, ফেনী
৩। ফুটবল একাডেমী নাটোর, নাটোর
ঘ – গ্রুপ
১। ইপিলিয়ন ফুটবল একাডেমী, নারায়ণগঞ্জ
২। SFCA ফুটবল কোচিং, গাইবান্ধা
৩। ভৈরব ফুটবল একাডেমী, কিশোরগঞ্জ