বাগেরহাটের ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কাশেমপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে আব্দুস ছাত্তার(৬৫) ও সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকার লুৎফার রহমানের ছেলে আব্দুল কাদের(৬০)। সড়ক দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। জানা যায়, নিহতদের একজন খুলনা সিটি কলেজের প্রফেসর এবং অপরজন সাতক্ষীরা সিটি কলেজের প্রফেসর।
নিহতদের মরদেহ মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈলতলী নামক স্থান থেকে আমরা দুই জনের মরদেহ উদ্ধার করেছি।তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তবে ফাঁকা জায়গায় দূর্ঘটনা ঘটায় কিভাবে ও কেন এটি ঘটেছে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।