বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগজিন সহ যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক যুবকের নাম রমজান মোল্লা (২৮)। রবিবার (১০ এপ্রিল) ভোরে তাকে আটক করা হয়। সে দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান,গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে দৌলতপুর পাঁকা রাস্তার পাশে বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে রমজান মোল্লা (২৮) কে ১ টি পিস্তল ও ১টি ম্যাগজিন সহ আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।