ক্রীড়া ডেস্ক :
খেলোয়াড়দের যুদ্ধংদেহী আচরণে মাঠে ও বাইরে উত্তপ্ত হয়ে ওঠে নেদারল্যান্ডস-আর্জেন্টিনা দ্বৈরথ। ম্যাচের শেষদিকে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস প্রতিপক্ষের ডাগআউটে শট করলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের খেলোয়াড়রা। তারপর থেকে একটু বেশিই স্লেজিং করতে থাকে নেদারল্যান্ডস।
টাইব্রেকারের সময় আর্জেন্টাইনদের উত্ত্যক্ত করতে দেখা গেছে তাদের। ম্যাচের পরও কথার যুদ্ধ থামেনি। টানেলে মেসি ও মার্টিনেজের সঙ্গে কথা চালাচালি হয় নেদারল্যান্ডের বদলি নামা খেলোয়াড় ভাউট ভেগর্স্টের। ২-০ তে পিছিয়ে থাকা ডাচ্দের সমতা এনে দিয়েছিলেন তিনিই। জোড়া গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। তবে পরে তার আচরণ জন্ম দেয় অন্য ঘটনারও। টানেলে ভেগর্স্টকে ‘স্টুপিড’ বলে তিরস্কার করেন মেসি।
ভেগর্স্ট জবাবে বলেন, ‘স্টুপিড লোকটাই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’ ৮২তম মিনিট পর্যন্ত ২-০তে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৭৮তম মিনিটে মেম্ফিস ডিপাইয়ের বদলি হিসেবে মাঠে নামেন বেসিকতাসের স্ট্রাইকার ভেগর্স্ট। ৮৩তম মিনিটে হেডে ব্যবধান কমান তিনি। এরপর যোগকরা সময়ের শেষ মিনিটে (৯০+১১) গোল করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে।
শেষতক টাইব্রেকারে গড়ায় ম্যাচ। প্রথম দুই শট মিস করলেও পরের তিনটিতে গোল করে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে টাইব্রেকারে পঞ্চম শটটি নেন লুক ডি ইয়ং। মিস করলে তখনই আশা শেষ হয়ে যেতো ডাচদের। ডি ইয়ং গোল করে টিকিয়ে রাখেন দলকে। সামনে এগিয়ে এসে তার সঙ্গে উদযাপনে যোগ দেন ডেনজেল ডামফ্রিস, ভাউট ভেগর্স্ট, নোয়া ল্যাং ও ফ্রাংকি ডি ইয়ং।
আর্জেন্টিনার হয়ে পঞ্চম শট নিতে যান লাওতারো মার্টিনেজ। তখন তাকে ঘিরে ধরেন নেদারল্যান্ডসের ওই চার খেলোয়াড়। মার্টিনেজের কানে কানে কিছু একটা বলছিলেন ডাচদের ১৯ নম্বর জার্সিধারী ভাউট ভেগর্স্ট। তবে মার্টিনেজ মনোযোগ হারাননি। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে তুলে নেন সেমিফাইনালে। আর্জেন্টিনার জয়ের পর বুনো উল্লাসে মেতে ওঠেন আলবিসেলেস্তেরা। ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ডাচ ফুটবলারদের দিকে তাকিয়ে ভেংচি কাটেন। এ নিয়ে নেটিজেনদের সমালোচনাও কুড়ান তিনি। তবে ওটামেন্ডির দাবি, ডাচদের স্লেজিংয়ের জবাবেই এমন উদযাপন করেছেন তারা।
ওটামেন্ডি বলেন, ‘আমি কানের পাশে দুই হাত তুলে উদযাপন করেছি। কারণ, ওদের একজন খেলোয়াড় প্রতিটি পেনাল্টি কিক নেওয়ার সময়ই আমাদের খেলোয়াড়দের কিছু একটা বলছিল। ওসবের জবাবেই আমরা এমন উদযাপন করেছি।’ শেষ বাঁজি বাজার পর ডাচ ডাগআউটের সামনে গিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অশ্রাব্য ভাষা ছুঁড়ে দেন। এমনকি পুরো ম্যাচে শান্ত থাকলেও ম্যাচের পর টিভি ইন্টারভিউ দেওয়ার সময় লিওনেল মেসি সেখানে থাকা ডাচ ফরোয়ার্ড ভেগর্স্টকে বলেন, ‘কী দেখছো, বোকা! নিজের জায়গায় যাও।’ আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে’র পোস্ট করা ভিডিওতে স্পষ্ট হয়েছে এ ঘটনা।
ইন্টারভিউ এরিয়ায় ভেগর্স্ট তর্ক করছিলেন লাওতারো মার্টিনেজ ও সার্জিও আগুয়েরোর সঙ্গে। তা দেখেই ক্ষেপে যান মেসি। ভিডিও ফুটেজে দেখা যায়, এক পর্যায়ে ভেগর্স্টের দিকে তেড়ে গিয়েছিলেন মার্টিনেজ। আগুয়েরো ও আর্জেন্টিনার স্টাফরা এসে পরিস্থিতি শান্ত করেন।
লিসান্দ্রো মার্টিনেজ বলেন, ‘চলে এসো, আমরা ওদের চেয়ে ভালো দল।’ জোড়া গোল করা ভেগর্স্ট নিজেদের ড্রেসিংরুমে ফেরার সময় মেসিকে উদ্দেশ্য করে বলেন, ‘‘স্টুপিড লোকটা’ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’’ সার্জিও আগুয়েরো আবার মেসির ‘স্টুপিড’ বলার ভিডিও টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘যখন কেউ আপনার প্রেমিকার দিকে তাকিয়ে থাকে।’