মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসিম হোসেন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রাধাকান্তপুর শালিকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিম সদর উপজেলার শালিকা গ্রামের ছলিম হোসেনের ছেলে। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে সদর আসিম মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে সে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে অসিমের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।