বাগেরহাটের মোংলায় পূর্ব শত্রুতার জেরে শাহিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শাহিন মোংলা পৌর শহরের ছাড়া বাড়ি এলাকার একরামুল হকের ছেলে।
শাহিনের বোন জামাই জামাল হোসেন জানান, সোমবার (২৮ মার্চ) আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটায় এঘটনা ঘটে। একই এলাকার আঃ রশিদের ছেলে ঘাতক মারুফ পূর্ব শত্রুতার জেরে শাহিনকে কুপিয়ে হত্যা করেছে। ঘাতক মারুফ পেশায় একজন কাটমিস্ত্রি।
নিহতের বড় বোন খাদিজা বেগম জানান, নিহত শাহিন দেড় বছর আগে মারুফ নামক এক ব্যক্তির তালাক দেওয়া স্ত্রী নাদিরাকে বিয়ে করে। এরপর থেকেই বিভিন্ন সময় শাহিনকে হুমকি-ধামকি দিয়ে আসছিল মারুফ। আজ সন্ধ্যায় মারুফ সেই শত্রুতার জেরে আমার ভাইকে খুন করেছে। খাদিজা তার ভাইয়ের ন্যায় বিচার দাবি করেছেন।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, শাহিনের পেটে বড় ধরনের ইনজুরি থাকায় রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
এদিকে ঘাতক মারুফকে ধরতে অভিযানে নেমেছে মোংলা থানা পুলিশ।