শেখ সাজ্জাদুল ইসলাম, নোয়াখালী :
তীব্র শীতে জনজীবন যখন স্থবির এমন সময় উষ্ণতার পরশ নিয়ে অসহায় মানুষের পাশে সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সদস্যরা। মঙ্গলবার (৯ জানুয়ারী) রাতে উপজেলার শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে তারা কম্বল বিতরণ করেন।
সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় এ আয়োজন করে উপজেলা ছাত্রলীগের সদস্যরা ।

এসময় উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিন, সহ-সভাপতি নাফি আহমেদ ফয়েজ। নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াদ হোসেন, সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদ, ইমরান হোসেন, আনিসুর রহমান ফয়েজ, যুবলীগের হেলাল উদ্দিন পিন্টু, জুয়েল আহমেদ প্রমুখ।