নারায়ণগঞ্জ প্রতিনিধি :
রাজধানী ঢাকার সবচেয়ে নিকটবর্তী শিল্পোন্নত ও বাণিজ্যিক জেলা শহর নারায়ণগঞ্জ। এ জেলা শহরে পেশাদার সাংবাদিকের অধিকার রক্ষা ও বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব ।
বুধবার (৮ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরস্থ মেগা কমপ্লেক্সে এর অস্থায়ী কার্যালয়ে অনাড়ম্বর আয়োজনে উৎসবমূখর পরিবেশে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আত্মপ্রকাশ করছে সাংবাদিক সংগঠনটি। কার্যকরী সদস্যসহ মোট ৩৯ জন সদস্যদের উপস্থিতি ও সম্মতিক্রমে মধ্যে ২৩ সদস্যের কার্যকরী পূর্নাঙ্গ কমিটি আগামী তিন বছরের জন্য গঠন করা হয়।
অনুষ্ঠানে গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামকে সভাপতি, দৈনিক মানবকন্ঠ ও ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইমুন ইসলামকে সিনিয়র সহ-সভাপতি এবং সময়ের কাগজ পত্রিকার ব্যুরো চিফ মোঃ আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে এ পুর্নাঙ্গ কমিটি নবগঠিত ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে গঠন করা হয়।
এ-সময় অন্যান্যদের মধ্যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার কবির রিপনকে সহ-সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকার ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানকে সহ-সভাপতি, দৈনিক অপরাধ রিপোর্টের বিশেষ প্রতিনিধি আব্দুল মান্নান খান বাদলকে সহ-সভাপতি, দৈনিক খবর-পত্র পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ মনির হোসেনকে যুগ্ম সম্পাদক, বিজয় টেলিভিশনের আড়াইহাজার প্রতিনিধি মোঃ মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক, দি ডেইলি নিউজ স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়েজ আহম্মেদকে সহ-সাংগঠনিক, দৈনিক স্বাধীন বাংলাদেশের স্টাফ রিপোর্টার নুর মোহাম্মদ সুজনকে দপ্তর সম্পাদক, সিএনএন বাংলা টিভির আড়াইহাজার ও সোনারগাঁও প্রতিনিধি লিটন বিশ্বাসকে প্রচার সম্পাদক, আনন্দ টিভির ফতুল্লা প্রতিনিধি মনি ইসলামকে মহিলা বিষয়ক সম্পাদিকা, দৈনিক প্রভাতের স্টাফ রিপোর্টার তানিয়া আক্তারকে সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা, ক্যানভাস নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহীম প্রধানকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়।
এছাড়া সময়ের কাগজের বন্দর প্রতিনিধি হাজী মোঃ সানাউল্লাহ মুন্সীকে পরিবেশ বিষয়ক সম্পাদক, ৭১ বাংলাদেশের প্রকাশক মোঃ আল-আমিনকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দৈনিক অপরাধ রিপোর্ট সোনারগাঁও প্রতিনিধি- উজ্জল হোসেন মাসুমকে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, দৈনিক আজকালের সংবাদ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি আরিফ মিয়াকে অর্থ সম্পাদক করা হয়।
ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সময়ের আলো পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম খান অনু, দৈনিক আজকালের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি আবু কাউসার, দৈনিক যুগান্তরের আড়াইহাজার প্রতিনিধি মোক্তার হোসেন, দি এ্যাপারেল নিউজ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল আহমেদ, দৈনিক সন্ধ্যা বানী পত্রিকার নারায়নগঞ্জ প্রতিনিধি মাসুম বিল্লাহ।