এখানে অবাধ ধর্ম ব্যবসা চলছে বহুত দিন ধরে
ধর্মভীরু সরল মগজ ধর্ম ব্যবসার খপ্পরে
পুড়ছে পড়ে ভাব না বুঝে মৌ-লোভিদের মনস্কাম
খাচ্ছে মশাই মধুর মতো পা তুলে পায় শ্রমিকঘাম।
কাজ করে না দেশের জন্য মাঠে ঘাটে ফুটপাতে
ঘাম ঝরে না একটুখানি জীবনটারে সামলাতে
যারা মরে খাটতে খাটতে দেশের জন্য সবখানে
তাদের উপর ভর করে খায় ধর্ম বেচা নবচাঁনে।
মন্ত্র তন্ত্র টোটকা বেচে চলছে ধর্ম বণিকদল
রাষ্ট্রযন্ত্র দেয় না তাড়া তাই দেখে চোখ ঝরায় জল
দেশ পুড়ে যাক দাঙ্গা লেগে হাঙ্গামাতে হারাক প্রাণ
তাতেও তারা ক্ষ্যান্ত হয় না গায় বণিকে ধর্ম গান।
সাম্প্রদায়িক হামলাগুনে জ্বলছে ভিটে ঘরবাড়ি
ধর্মালয়ের ভিতগুলোকে খুলছে ফেলে টান মারি
কোথায় ধর্ম ব্যবসায়ীরা শান্তি বাহক অগ্রদূত?
তোদের মদদ উসকানিতে মানুষ মরে হচ্ছে ভূত।
প্রভু শাবক সেজে ওরা পরের বাড়ি ভাত মারে
অশান্তির আগুন ধরায় দেশ বিরোধী হুঙ্কারে
ধর্ম ব্যবসা করে তারা ধর্মপ্রাণের মগজ খায়
রাষ্ট্রিয় মূল নিয়মনীতি মানতে বললে অক্কা পায়।
বন্ধ কর রে প্রতিহিংসা ধর্ম ব্যবসা অশান্তি
সোনার এদেশ হোক মানুষের সকলে পাক প্রশান্তি
একসাথে চল মানুষ হয়ে হাতে হাতে হাত রেখে
বিশ্ব অবাক হোক এদেশের সম্প্রীতি আর মিল দেখে।
কবিতার লেখক : ঝিনাইদহ জেলার কৃতি সন্তান কবি গুলজার হোসেন গরিব