সিলেটের জৈন্তাপুরে বাসের ধাক্কায় বাইক ও ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। উপজেলার হরিপুর বাজারের পাশে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজন শিশু। এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।
সিলেট থেকে জাফলংগামী ওই বাসের যাত্রী জে এ বুলবুল জানান, হরিপুর বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে হঠাৎ ওভারটেক করে একটি মোটরসাইকেল। ওভারটেক করে বাইকটি একেবারে বাসের সামনে এসে পড়ে।
এ সময় বাসের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে ইজিবাইকের ওপর গিয়ে পড়ে মোটরবাইক। বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।
ওসি বলেন, এক শিশুসহ তিনজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন বাইকের ও একজন ইজিবাইকের যাত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।