সপ্তাহখানেক আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা। দূর্ঘটনায় কপালে আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। তার চোট খুব বেশি গুরুতর ছিল না, তবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।
সেই দূর্ঘটনা যেন অভিনেত্রীর কাছের এখনো অবিশ্বাস্য। ঘটনার পর প্রথম গতকাল শনিবার ইনস্টাগ্রামে নিজের ছবিসহ এক পোস্টে এই অনুভূতির কথা জানান মালাইকা।
তিনি লেখেন, ‘গত কয়েকদিন এবং আমার সঙ্গে যা ঘটেছে তা অবিশ্বাস্য। মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্যের শুটিং করছিলাম এবং বাস্তবে এমন কিছু ঘটেনি। সৌভাগ্যক্রমে, দুর্ঘটনার পরপরই অনুভব করেছি যে আমার অভিভাবকরা আমাকে দেবদূতের মতো ঘিরে ছিল।
‘সেটা আমার স্টাফ হোক, বা যারা আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন, আমার পরিবার- যারা পাশে ছিল, আর অবশ্যই হাসপাতালের সব কর্মীরা। চিকিত্সরা খুব যত্নের সঙ্গে আমার চিকিৎসা করেছেন, তাদের সান্নিধ্যে আমি সুরক্ষিত আর নিমেষেই সুস্থবোধ করছিলাম, সেই জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
এর পাশাপাশি বন্ধু, পরিবার নিজের ভক্ত-অনুরাগী ও ইনস্টাগ্রাম পরিবারকে ধন্যবাদ জানান মালাইকা।
সেই সঙ্গে অভিনেত্রী যোগ করেন, সেরে উঠবার পথে তিনি। নিজেকে ‘যোদ্ধা’ উল্লেখ করে তিনি লেখেন, ‘তোমাদের সামনে শিগগিরই ফিরব’।
গত ২ এপ্রিল সন্ধ্যার দিকে পুনেতে একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে ফেরার পথে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল মালাইকার গাড়িটি। সেই ঘটনায় তিনটি গাড়ির সংঘর্ষ হয়, দুটি গাড়ির মাঝে পড়েছিল মালাইকার গাড়িটি।
আপতত একটি ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে মালাইকাকে।