সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীতে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় পাইপগান, ছিনতাইকৃত অটোরিক্সা এবং মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৫ মার্চ) সোনাইমুড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের আটক করে। গ্রেপ্তার হওয়া আসামিরা হচ্ছেন সোনাইমুড়ী উপজেলার পালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন মাসুদ(২২) ও তার ভাই মামুনুর রশিদ (২৬)।
এসময় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি দেশীয় পাইপগান, ছিনতাইকৃত অটোরিক্সা এবং মোবাইল উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার(২০ মার্চ) রাত সাড়ে ১১টায় আসামি মামুন সোনাইমুড়ী বাইপাস মোড় থেকে যাত্রীবেশে মামলার বাদী কামাল হোসেনের ব্যাটারী চালিত অটোরিক্সা বারুল গ্রামের উদ্দেশ্যে ভাড়া নেয়। গন্তব্যে রওনা করলে পথিমধ্যে আসামির অপর ২ সহযোগী মাসুদ ও পলাতক আরিফ মাস্ক পরিহিত অবস্থায় সেই রিক্সায় যাত্রীবেশে ওঠে। পরবর্তীতে বারুল গ্রামের এর নির্জন স্থানে গিয়ে তারা ভুক্তভোগী চালকের গলায় ধারালো চাকু ধরে তার পকেটে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার অটোরিক্সাটিও ছিনিয়ে নিয়ে চলে যায়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক জানায়, ঘটনার পর পরই তিনি এস আই বাছিরসহ একটি টিম নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালান। এসময় ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে আটক করতে সক্ষম হন।
এছাড়া আটক আসামিদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, ছিনতাইকৃত অটোরিক্সা ও মোবাইল ফোন উদ্ধার করেন।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন থেকে সোনাইমুড়ী থানা এলাকাসহ আশপাশ এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। ছিনতাইকারী চক্রটির অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।