শেখ সাজ্জাদুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে চুরি, অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রোববার (৪ ডিসেম্বর) নোয়াখালী জেলা প্রশাসক ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়নের রাজিবপুর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ গত মাসের ৪ তারিখ গভীর রাতে ইউনিয়ন পরিষদের তিনটি গাছ চুরি করে বিক্রি করে দিয়েছে। যার বর্তমান বাজার মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। অবৈধ ভাবে গাছ কেটে বিক্রির বিষয়টি সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম অবগত আছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ পত্রে পলাশের বিরুদ্ধে ২০২০-২০২১ অর্থ বছরে বারগাঁও ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত এলজিএসপি-৩ রাজিবপুর পশ্চিম পাড়ার ইউছুপ ব্যাপারির বাড়ির গাইড দেওয়াল নির্মাণে এক লাখ দুই হাজার টাকা বরাদ্দ করিয়ে দিতে বাড়ির মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
এছাড়া লিখিত অভিযোগে পলাশের বিরুদ্ধে কাজ না করে প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, বারগাঁও ইউনিয়নের রাজিবপুর বড় বাড়ীর কোনা থেকে পূর্ব দিকের দিঘীরপাড় পর্যন্ত রাস্তা সলিং এর কাজ বাবদ এক লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ পান তিনি। তবে রাস্তার কোন কাজ না করেই পুরো টাকা হাতিয়ে নিয়েছেন পলাশ।
ইউপি সদস্য পলাশের বিরুদ্ধে বারগাঁও ইউনিয়ন পরিষদ থেকে ১% বরাদ্দের নির্দিষ্ট কাজ ওয়ার্ড পর্যায়ে না করেই অর্থ হাতিয়ে নেওয়া, বয়স্ক-বিধবা-মাতৃকালীন ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণে অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে গাছ কেটে বিক্রির বিষয়টি জানতে পরিষদের চেয়ারম্যান সামসুল আলমের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি জানান ইউপি সদস্য পলাশ তিনটি নয়, একটি গাছ কেটে বিক্রি করেছে। গাছ কাটার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বসে সমাধান করা হয়েছে বলেও জানান তিনি।
এ সকল অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য পলাশের সাথে সাক্ষাত করা সম্ভব হয়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায়, ইউপি সদস্য পলাশের বিভিন্ন দুর্নীতির তথ্য প্রকাশ করেন ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রতিনিধি গুলজার হানিফ। পরবর্তীতে গত শুক্রবার (২ ডিসেম্বর) সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে হামলা করেন পলাশ। হামলায় আহত সাংবাদিক গুলজার হানিফ ইউপি সদস্য পলাশের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা করেন। দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে বর্তমানে পলাশ পলাতক রয়েছেন।