সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৭০পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের সদস্য আক্কাস আলী (৪৮)কে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
আটককৃত আক্কাস আলী (৪৮) সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের মৃত ইমাম আলীর ছেলে।
শুক্রবার(৩১ মার্চ) মধ্যরাতে সোনাইমুড়ীর শাকতলায় আক্কাস আলীর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষ টাকার ইয়াবাসহ তাকে আটক করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান,গ্রেপ্তারকৃত আসামি আক্কাস আলী আন্তঃজেলা মাদক কারবারি দলের সদস্য। মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে চায়ের দোকানে অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষ টাকার ইয়াবাসহ তাকে আটক করা হয়।