সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী সোনাইমুড়ীর ৩নং চাষীরহাটে ইউনিয়ন ছাত্রদল কমিটির নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে চাষীরহাটের রাবেয়া হাসিউস সুন্নাহ নূরানী তা’লীমুন কুরআন মাদ্রাসা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।
নতুন কমিটিতে শিবলু ভূইয়াকে সভাপতি, মোঃ শাহিন ভূইয়া ও মোঃ সাগরকে যুগ্ন সম্পাদক, মোঃ হাসানকে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।
এ উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ছাত্রদলের নতুন দায়িত্বপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ৩ নং চাষীরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফ হোসেন মাসুদ এর সভাপতিত্বে চাষীরহাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।