নোয়াখালীর সোনাইমুড়ীতে বসতবাড়িতে সি সি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার(১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর গ্রামের এ ঘটনা ঘটে।
হামলার শিকার জাকির হোসেন বাবু এবিষয়ে প্রতিবেশী সাগর, সৈকত ও শুভ নামের তিন যুবকের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগে দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার নিজের বসতঘরের চারপাশে ৬টি সি সি ক্যামেরা স্থাপন করেন জাকির হোসেন। এসময় অভিযুক্তরা তাকে ক্যামেরা স্থাপনে বাধা দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয়। ভুক্তভোগী প্রতিবাদ করলে সাগর, সৈকত ও শুভ তাকে হামলা করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
ঘটনার বিষয়ে ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধি তাহের মেম্বর জানান, মারামারির ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। সিসি ক্যামেরা লাগানোর সময় নারকেল গাছের পাতা কাটাকে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশীদের মধ্যে হাতাহাতি হয়। এ বিষয়ে জাকির হোসেন বাবু থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
হামলার ঘটনায় অভিযুক্ত সাগর বলেন, গতকাল জাকির হোসেন বাবু তাদের বাড়ির চারপাশে সি সি ক্যামেরা লাগায়। এসময় তারা বিনা অনুমতিতে আমাদের নারিকেল গাছের ডাল কাটে। অনুমতি ছাড়া গাছের ডাল কাটার বিষয়ে জানতে চাইলে হাতাহাতি হয়। এসময় জাকির হোসেন বাবু ও তার পরিবারের সদস্যরা আমার ওপর হামলা করে। পরে জাকির হোসেন বাবু থানায় মিথ্যা অভিযোগ দেয়।