নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউপি সদস্য কতৃক হামলা শিকার হয়েছেন গণমাধ্যমকর্মী। উপজেলার বারগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পলাশের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির সংবাদ প্রকাশ হলে সে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের উপর এ হামলা চালায়। শুক্রবার(২ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামের জহির দোকানের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক গুলজার হানিফ ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, বারগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার পলাশের বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাৎ, বরাদ্দ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ, অবৈধভাবে ইউনিয়ন পরিষদের গাছ কেটে বিক্রি সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য পলাশ ৮/ ১০ জন সন্ত্রাসীসহ শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে কৃষ্ণপুর গ্রামের জহির দোকানের সামনে সাংবাদিক গুলজার হানিফের ওপর অতর্কিত হামলা চালায়। এলাকাবাসী আহত অবস্থায় সাংবাদিককে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলমসহ সাংবাদিক নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান। সাংবাদিক নেতারা হামলার নেতৃত্বদানকারী ইউপি সদস্য পলাশকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।