নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পূর্ব দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে সোনাইমুড়ী কলেজের এক ছাত্রসহ ৪ জন আহতের ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, প্রেম সংক্রান্ত জেরে রাসেল ও নাইমুল ইসলাম রিফাতের দুইদিন পূর্বে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার (১০ মে) দুপুরে রাসেল কলেজ গেটের সামনে থেকে হালিমা দিঘীর পাড় যাওয়ার জন্য সিনএনজি স্টেশনে আসলে রিফাত ও কয়েকজন ছেলে তাদের কাছে আসে এসময় উভয়ের মাঝে ঝগড়া শুরু হয়। পরে তা মারামারিতে রুপ নেয়। এই ঘটনায় রানা, নিলয়, রাসেল ও রিফাত আহত হয়৷ আহতদের মধ্যে রিফাত ও রাসেলের অবস্থা আশংকাজনক হলে তারা বর্তমানের নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সোনাইমুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উভয়ে আহত হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তাই এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।