শেখ সাজ্জাদুল ইসলাম : সোনাইমুড়ী মারকাযুল কারিম মাদ্রাসায় এতিম ও হাফেজ শিশুদের জন্য ইফতারের আয়োজন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালীর সদস্যরা।
সংগঠনটি রমজান মাস উপলক্ষে (৮ এপ্রিল) শনিবার সোনাইমুড়ী মারকাযুল কারিম মাদ্রাসায় অর্ধ শতাধিক এতিম, হাফেজ ছাত্র এবং স্বেচ্ছাসেবী নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইফতার আয়োজন অনুষ্ঠানের শুরুতে হাফেজরা কোরআন তেলাওয়াত করেন এবং হামদ-নাত পরিবেশন করেন। শেষে মোনাজাত করেন হাফেজ আইনুল ইসলাম।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহবুব ইমন ইফতার আয়োজন সফলতার সাথে পরিচালনার জন্য সোনাইমুড়ী টিম লিডার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৩ ইং এর সহ দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমানকে ধন্যবাদ জানান। তিনি পবিত্র মাহে রমজান মাসে ইফতার আয়োজনের ধারাবাহিকতা চলমান থাকার আশ্বাস দেন ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব ইমন, সভাপতি মেহেদী হাসান আরিফ, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাহাত, কোষাধ্যক্ষ আরিয়ান রবিন, সহ-দফতর সম্পাদক মোঃ মিজানুর রহমান রক্তদান বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম রাকিব, সহ প্রচার সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান, বিশিষ্ট সমাজসেবক ইসহাক চৌধুরী, মারকাযুল কারিম মাদ্রাসা সোনাইমুড়ী এর পরিচালক হাফেজ আইনুল ইসলাম, হাফেজ জোবায়ের হোসেন, ইসলামী যুব আন্দোলন সোনাইমুড়ী উপজেলার সভাপতি হাফেজ ইসমাঈল হোসেন কবি নজরুল ইসলাম স্কুলের ইংরেজি শিক্ষক জাহিদুল কবির, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাসুম সহ আরো অনেকে।
“রক্ত দিলে হয় না ক্ষতি ,জাগ্রত হয় মানবিক অনূভুতি” এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ১৭ ই ফেব্রুয়ারি মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী এর পথযাত্রা শুরু হয়। সংগঠনটি এখন পর্যন্ত নোয়াখালীসহ দেশ জুড়ে ৫১ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে রক্ত দান করেছে।
সংগঠনটির কার্যক্রমের মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতাদের উৎসাহিত করার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা, সুবিধা বঞ্চিত গ্রামের মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পেইন, বিভিন্ন স্থানে কোরআন মাজিদ বিতরণ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করা, বিভিন্ন দুর্যোগ ও মহামারীতে ত্রাণ সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি পালন, গরীব অসহায় শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন, সর্বোপরি বিশুদ্ধ ও নিরাপদ রক্তদান নিশ্চিত করার লক্ষ্যে মাদক বিরোধী বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।