নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীতে চলাচলের রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের মোঃ মাসুম বিল্লার (২৮) বিরুদ্ধে উঠেছে এ অভিযোগ ।
এ বিষয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন একই গ্রামের মোঃ আবুল কালাম আবু।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ শাকতলার কুদ্দুস ড্রাইভারের বাড়িতে প্রায় ২০ পরিবারের বসবাস। পরিবারের সদস্যদের মূল সড়কে যাতায়াতের জন্য একটিমাত্র মাটির রাস্তা রয়েছে। সেই রাস্তাটি বেশ কিছুদিন থেকে দখলের চেষ্টা করছেন একই এলাকার জাফর উল্ল্যার ছেলে মাসুম বিল্লা। এ বিষয়ে সমাধানের জন্য কয়েকবার গ্রাম্য শালিস বৈঠক হলেও তা তোয়াক্কা করেনি অভিযুক্তরা।

গত মাসের ২৭ তারিখ সকালে চলাচলের রাস্তায় পিলার ও ইট দিয়ে বসত ঘর নির্মাণ শুরু করেন মাসুম বিল্লা। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল কালাম রাস্তায় পিলার স্থাপনে নিষেধ করলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয় অভিযুক্ত মাসুম বিল্লা।