সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী সোনাইমুড়ীতে বিভিন্ন সময় অপচিকিৎসা, অনিয়মের অভিযোগে আলোচিত গ্রীন লাইফ হাসপিটাল এন্ড ট্রমা সেন্টার সহ দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা সিভিল সার্জন।
শনিবার বিকালে সোনাইমুড়ীতে এ ঝটিকা অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন ডা: মাসুদ ইফতেখার।
এসময় আলোচিত গ্রীন লাইফ হসপিটালকে ১০ হাজার টাকা, পিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও পপুলার হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়।
ইতিপূর্বে আলোচিত গ্রীন লাইফ হসপিটালে অপচিকিৎসায় সিজার পরবর্তী মায়ের মৃত্যু, নবজাতক চুরিসহ বিভিন্ন অভিযোগ ওঠে। প্রসূতি মায়ের গর্ভ পরপর দু’বার আলট্রাসনোর মাধ্যমে জমজ শিশুর অস্তিত্ব দেখালেও সিজারের পরে স্বজনদের কাছে একটি নবজাতক দেওয়া হয়। এসময় রোগীর স্বজনেরা নবজাতক চুরির অভিযোগ তোলেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এছাড়া ইতিপূর্বে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সময় অপচিকিৎসা সহ নানাবিধ অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গ্রীন লাইফ হাসপিটাল এন্ড ট্রমা সেন্টার আলোচনায় আসে।
এছাড়া অভিজ্ঞ টেকনেশিয়ান ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সোনাইমুড়ী কলেজগেট সংলগ্ন পিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মাসুদ ইফতেখার ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আরএমও ডাক্তার রিয়াজ উদ্দিন।