সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মার্চ) বিকালে দেওটি বাজার সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯নং দেওটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
৯নং দেওটি ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শ্যামল উদ্দিন ।
প্রধান অতিথি জাহাঙ্গীর আলম তার বক্তব্যে তরুন ছাত্রলীগ সদস্যদের দেশ-জাতির কল্যাণে নিবেদন হয়ে কাজ করার আহব্বান জানান। মাদক থেকে দুরে থাকতে পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ আবু সায়েম, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এম.কম, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বেলাল হোসেন পাটোয়ারী, ৮নং দেওটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন শাকিল, ক্যাপ্টেন আলাউদ্দিন আলো, ইকবাল হোসেন দুলাল প্রমুখ।
এসময় অনুষ্ঠান স্থলে দেওটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।