নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নদোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নদোনা আদর্শ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ.ফ.ম. বাবুল বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. মোঃ মোস্তফা হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য মাহাবুবু হাসান দয়াল, নদোনার ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, শিক্ষানুরাগী কে এম নাসির উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য বিদায়ী শিক্ষককে নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। স্কুলের বিগত ৩৭টি ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের স্মৃতিময় ঘটনা তুলে ধরেন। বিদায়ী শিক্ষকের অশ্রুশিক্ত বক্তব্যে অনুষ্ঠান স্থল বেদনা-ভারাক্রান্ত হয়ে ওঠে।
বক্তব্য শেষে বিদায়ী সংবর্ধনায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে সম্মাননা ও বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে নদোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।