সোনাইমুড়ী প্রতিনিধি (নোয়াখালী):
নোয়াখালী সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে এবতেদায়ী নূরানী মাদ্রাসা ভবনে এ আয়োজন করা হয়।
সম্মেলনে নাটেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রাহুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওজি হাসান।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নাটেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ১ বছর মেয়াদী কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ জামাল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুর রহিম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আলাউদ্দিন ও মোঃ ইসমাঈল হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রভুল্ল দাস, মোঃ আবুল হোসেন, মোঃ ওমর ফারুকের নাম ঘোষণা করা হয়।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ বাবুল, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ বাচ্চু, প্রচার সম্পাদক হিসেবে প্রশান্ত দাস এবং যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন (আনু)।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান। সেইসাথে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহবান জানান।