নোয়াখালী সোনাইমুড়ীতে নারী ঘটিত বিষয়ে দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনাকে কেন্দ্র করে উপজেলার চাষীরহাটের পোরকার এলাকায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাতে বাড়িঘর ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। এবিষয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। দু’জনকে আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
পোরকরা এলাকায় এমন হামলার ঘটনা প্রায়সই ঘটছে। গত মাসেও হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে গ্রামে চলমান হামলা-মামলার কারণে উদ্বিগ্ন এলাকার সচেতন মহল।
গ্রামবাসীর দাবি, একটি কুচক্রী মহল স্বার্থহাসিলের উদ্দেশ্যে প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুতে এলাকার মধ্যে এমন দাঙ্গা সৃষ্টি করছে।
থানায় সূত্রে জানা যায়, পোরকরার আব্দুল হালিম তার পরিবারের সদস্যদের ওপর হামলা, বড়ি-ঘর ভাংচুর ও লুটের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার রাতে একই এলাকার সাত জনের বিরুদ্ধে এসকল অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে জানা যায়, আব্দুল হালিমের নাতনীকে তার একই বাড়ীর বাসিন্দা পলাশ হোসেন প্রেমের প্রস্তাব দেয় এবং উত্যক্ত করে। এঘটনায় থানায় অভিযোগ করা হলেও পরবর্তীতে গ্রাম্য সালিশের মাধ্যমে তা নিষ্পত্তি হয়। পরবর্তীতে এই ঘটনার জেরে আব্দুল হালিমের পরিবারের ওপর হামলা চালায় অভিযুক্তরা।
একই ঘটনায় গতকাল রাতেই মোহাম্মদ উল্ল্যাহ নামে আরেকজন পাল্টা অভিযোগ করেছেন থানায়। সেখানে ২৩ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত করে অভিযোগ করেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন জানান, একটি চিহ্নিত গোষ্ঠী এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কিছুদিন যাবত বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে আসছে।