মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার আয়োজনে উপজেলায় বসবাসরত সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) শহরের পৌরসভা ভবন চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু।
এসময় এক’শ ছয়জন বীর মুক্তিযোদ্ধার হাতে ফুল ও লাল সবুজ পাঞ্জাবীসহ ক্যাপ উপহার হিসাবে তুলেদেন মেয়র।
অনুষ্ঠানের শুরুতে একযোগে ৫০টি জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধাগণ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণ করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একশত হত দরিদ্রেরে মাঝে টিউবয়েল বিতরণ করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন অতিথি সময়ে জীবন বাজি রেখে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছেন। লাল সবুজের পতাকার জন্য সেদিন নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। যারা নিজেদের জীবন-যৌবন উৎসর্গ করেছেন, সেই বীর সেনানী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে আজকের আয়োজন। আগামীতেও এইভাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সম্মান প্রদান করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মুক্তিযোদ্ধাদের একত্রিত হয়ে কাজ করার অনুরোধ জানান।
এসময় হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসাইন উপস্থিত ছিলেন।